ওসি বলেন, রাত ৯টা পর্যন্ত শতাধিক মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে, আরও হচ্ছে।
Published : 16 Feb 2025, 12:03 AM
ইসলামী বক্তা মিজানুর রহমান আজাহারীর ময়মনসিংহের মাহফিল থেকে শতাধিক মোবাইল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত থানায় শতাধিক মোবাইল চুরির জিডি করা হয়েছে বলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান।
তিনি বলেন, রাত ৯টা পর্যন্ত শতাধিক মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে, আরও হচ্ছে। এর মধ্যে বেশির ভাগ পুরুষের মোবাইল খোয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়োজক আল ইসলাম ট্রাস্ট কমিটির সদস্যসচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল।
মিজানুর রহমান আজহারিকে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সকাল ৮টায় মাহফিল শুরু হয়ে বিকাল ৪টায় আজহারির বক্তব্য ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে লাখো মানুষ অংশ নেয়।