ঝিনাইদহের মহেশপুরে ক্ষতিগ্রস্ত দুই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
Published : 08 Apr 2025, 03:59 PM
পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই কৃষকের প্রায় তিন হাজার ড্রাগন ও ৭০০ পেয়ারা গাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার রাতের আঁধারে উপজেলার বামনগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে বলে জানান মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা।
ক্ষতিগ্রস্ত দুই কৃষক হলেন- রকি আহমেদ এবং রিঙ্কু মিয়া।
চাষিরা জানান, কৃষক রকি আহমেদ ওই গ্রামের মাঠে দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করেন। গাছগুলোতে এবার ফল এসেছে। কিছুদিন আগে কিছু ফল বিক্রিও করেছেন তিনি।
সোমবার রাতের আঁধারে ড্রাগন গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে মাঠে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখে পান রকি।
একই রাতে গ্রামের কৃষক রিঙ্কু মিয়ার আড়াই বিঘা জমিতে লাগানো অন্তত ৭০০ পেয়ারা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক রকি আহমেদ বলেন, “কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে তা জানি না। ফসলের সঙ্গে কেন এমন শত্রুতা? কোনও মানুষ এমন ক্ষতি করতে পারে? এ ঘটনায় আইনের আশ্রয় নেব।”
অপর কৃষক রিংকু মিয়া বলেন, “পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, “বিষয়টি শুনেছি। খোঁজখবর নিচ্ছি। ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”