রোববার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
Published : 23 Mar 2025, 07:48 PM
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন জামিন পেয়েছেন।
রোববার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। দুপুরে সিলেট মহানগর হাকিম আদালত-২ এর বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন বলে আসামি পক্ষের আইনজীবী ওবায়দুর রহমান ফাহমি জানান।
তিনি বলেন, “আক্তার হোসেনকে সকালের দিকে আদালতে তোলা হলে শুনানিতে দেরি হওয়ায় কারাগারে পাঠানো হয়েছিল।”
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বালুচর এলাকার আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি পক্ষ ইফতার না করে আয়োজন স্থল থেকে বাইরে গিয়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন। ইফতারের আগে-পরে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংবাদকর্মীরা; কারো কারো ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগও ওঠে।
এ ঘটনায় আহত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত নগরীর শাহপরাণ (রহ.) থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
আক্তার হোসেন জালালাবাদ থানার হাউশা গ্রামের আবদুল মনিরের ছেলে।
শাহপরাণ (রহ.) থানার ওসি মো. মনির হোসেন বলেন, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।