কাজের উদ্দেশে তারা ভারত যাচ্ছিলেন বলে ভাষ্য বিজিবির।
Published : 17 Apr 2025, 07:00 PM
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্ত থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি।
বৃহস্পতিবার বিজিবি তাদের বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে বলে জানান বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
এর আগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকায় সীমান্তবর্তী ১০৮৬ নম্বর পিলারের কাছে থেকে তাদেরকে আটক করে বিজিবি।
গ্রেপ্তাররা হলেন- ভোলা সদর উপজেলার বেদুরিয়া এলাকার লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার এলংজানী এলাকার প্রয়াত আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।
বৃহস্পতিবার দুপুরে সাতানীপাড়া ৩৫-বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মানিক মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, “কাজের উদ্দেশে তারা ভারতে যাচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের কাছ থেকে ভারতীয় দুটি আধার কার্ড, তিনটি মোবাইল, পাঁচটি সিম কার্ড, দুটি চার্জার ও টাকা জব্দ করা হয়।”
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শাকের আহমেদ।