চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই জাহিদ হাসান জানান।
Published : 07 Jan 2025, 07:20 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই জাহিদ হাসান জানান।
নিহতরা হলেন- উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ও অটোরিকশার চালক করিম মিয়া (৪২), সুত্রাপুর ইউনিয়নের নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায় (৩৫) এবং টান সূত্রাপুর গ্রামের বাসুদেব দাসের ছেলে সুদীপ দাস (৩৭)।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচ যাত্রী নিয়ে অটোরিকশার চালক করিম মিয়া কালিয়াকৈর যাচ্ছিলেন। ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন।
স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই জাহিদ বলেন, তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।