আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা হয়েছে।
Published : 06 Jan 2025, 08:57 PM
জামালপুরে আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে আওয়ামী লীগের আট নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। জেল হাজতে নেওয়ার সময় আদালত এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেন তারা।
সোমবার দুপুরে জামালপুরের মুখ্য বিচারিক হাকিম মাহমুদা খাতুন তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. জামিল হাসান তাপস।
কারাগারে যাওয়ারা হলেন- জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম, বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াজুল মহির, মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান, সিধুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান বাবু, সিধুলি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার তানভীর সম্পদ এবং শ্রমিক লীগের সাবেক সদস্য মতিউর রহমান মতি।
আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম খোকন জানান, দুপুরে আদালতে আত্মসমর্পণ করে ওই আটজন জামিন চাইলে বিচারক মাহমুদা আক্তার আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় নাশকতাসহ পাঁচটি মামলা হয়েছে।
এদিকে কারাগারে নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালত চত্বরে পুলিশ ভ্যানে ওঠার আগে ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।