পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অজ্ঞাত পরিচয় এক যুবক গুলিতে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।
Published : 18 Sep 2024, 05:20 PM
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাসেদকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার বিমানবন্দর আসলে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে বলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান।
রাসেদ কক্সবাজার জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান শাহিনুল হক মার্শালের বড় ভাই এবং জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একেএম মোজাম্মেল হকের বড় ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “গত ৪ অগাস্ট সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অজ্ঞাত পরিচয় এক যুবক গুলিতে নিহত হন। এ ঘটনায় গত ১৭ অগাস্ট কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় রাসেদকে গ্রেপ্তার করে র্যাব।”
রাসেদকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।