কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক শিশুকে দলবেঁধে ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করে।
দণ্ডিতরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকার আব্দুল সালামের ছেলে নুরুল আলম ও একই এলাকার মৃত জালাল আহমদের ছেলে হেলাল উদ্দিন ও মোহাম্মদ কাশিমের ছেলে মমতাজ মিয়া।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। তারা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন বলে
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা জানান।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিদের এক লাখ টাকা অর্তদণ্ডও দিয়েছেন। অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া মামলার এক আসামির বিচারাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় বিচারক তাকে অব্যাহতি দিয়েছেন।
মামলার বরাতে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী একরামুল হুদা বলেন, ২০০৩ সালের ৫ এপ্রিল বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকায় বাড়ির পাশে পাহাড়ে লাকড়ি কুড়াতে যায় স্থানীয় এক মেয়ে শিশু।
সেখান থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে একা পেয়ে ৪/৫ জন দলবেঁধে ধর্ষণ করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে টেকনাফ থানায় ধর্ষণ মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু করেন আদালত।