বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার দুপুরে নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে জানিয়েছেন নৌ পুলিশের এসআই রবিউল ইসলাম।
নিহত ৪৫ বছর বয়সি পুতুল রানী মণ্ডল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানার চুড়িয়ানা ভন্দ্রাংক এলাকার নগেন্দ্র নাথ হালদারের মেয়ে।
এসআই রবিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নারীর আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়েছে।
“জাতীয় পরিচয়পত্রে বর্তমান ঠিকানায় লেখা রয়েছে: পশ্চিম আগারগাঁও, ডাকঘর মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, ঢাকা। স্থায়ী ঠিকানায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কুড়িয়ানার চুড়িয়ানা ভন্দ্রাংক রয়েছে।
“স্থানীয়রা জানায়, দুই-তিন দিন ধরে ওই নারীকে ত্রিশ গোডাউন এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। সকালে তিনি নদীর তীরে পরনের কাপড় খুলে রেখে গোসল করতে নামেন।”
সাঁতার না জানায় নদীতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এসআই রবিউল।
পুলিশ জানায়, ওই নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে বলে এসআই রবিউল জানান।