একদিন আগে নিজ ঘর থেকে সুজন সাহার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
Published : 20 Jul 2023, 11:27 PM
চাঁদপুর সদরে নিজ বসতঘর থেকে উদ্ধার নিহত এক ব্যবসায়ীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বুধবার রাতে ওই ব্যবসায়ীর বাবা সমীর কান্তি সাহা বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মো. মুহসীন আলম।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুরাণবাজার হরিসভা এলাকায় থেকে সুজন সাহার (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি শেখ মো. মুহসীন বলেন, “ঘটনাটি নিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে। পুরানবাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহেরকে ঘটনাটির তদন্তভার দেওয়া হয়েছে।”
ময়নাতদন্ত শেষে চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক হাসিবুল হাসান বলেন, “মৃত ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন পেয়েছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিবো না।”
এদিকে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, সুজন চাঁদপুর পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহার ছোট ভাই। তিনি সাহাবাড়ির ভবনের একটি তলায় একাই বসবাস করতেন। তিনি অবিবাহিত ছিলেন। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত বলেন, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।