জরুরি লাইন মেরামত কাজের জন্য গ্রাহকের এই ভোগান্তি।
Published : 19 Apr 2023, 06:26 PM
রোজার ঈদের পরপরই তিন দিন পাইপলাইনে গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়।
জরুরি লাইন মেরামত কাজের জন্য গ্রাহকের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। সেজন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কোম্পানি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ অথবা ২৩ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপন হবে। ২৩ এপ্রিল রাত থেকে দেখা দেবে ওই এলাকা গ্যাস সমস্যা।
তিতাসের এক জরুরি বার্তায় বলা হয়, আগামী ২৩ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাব, পেরাব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসময় ওই এলাকার বৃহৎ শিল্পাঞ্চল ও বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে তিতাস জানিয়েছে।
নারায়ণঞ্জের আড়াইহাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই সমস্যা বলে বার্তায় জানানো হয়।