২০২১ সালের জুন থেকে ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না।
Published : 21 Mar 2024, 09:53 AM
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে সভাপতি পদে সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সাবেক উপদপ্তর সম্পাদক সজিবুর রহমান মনোনীত হয়েছেন।
বুধবার রাত ১২টায় সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছর মেয়াদী ৪৪ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি মামুন শাহ, ফারহান রুবেল, তায়েফ হোসেন, ইশতিয়াক আহম্মেদ, নাজমুল হুদা শুভ, ইউসুফ হোসেন টিটু, মো. ইয়াসিন আহমেদ, সাজেদুল ইসলাম, রেজাউল হক সিজার, নাজমুল হাসান, আইরিন লিনজা, সৈয়দ মোতাহির আল হোসেন, সাইমন আক্তার, সামশেদ সিদ্দিকী সুমন, সাদ্দাম হোসেন পিয়াস, আদিল আহমেদ, সবুজ মিয়া, আরিফুল ইসলাম আরিফ, আকাশ তালুকদার, মো. মনসুর আলম নিরব, আশিকুর রহমান আশিক, শৈশব আহমেদ, হাবিবুর রহমান হাবিব, আল শাহরিয়া, সৈয়দ সাকিবুর রহমান ও আফসরো তাসনিমা ঋষিতা।
যুগ্ম সাধারণ সম্পাদক ইমামুল হোসেন হৃদয়, মো. সুমন মিয়া, সাজ্জাদ হোসেন, আজিজুল ইসলাম সীমান্ত, জাফর উদ্দিন লাসিম, মো. উজ্জ্বল মিয়া, উজ্জ্বল দাস চিনু, সাবিহা সাইমুন পুষ্প।
সাংগঠনিক সম্পাদক সাদাত আলম তালুকদার, নূরে আলম শ্রাবণ, লোকমান হোসেন, শাকিল হাওলাদার, আর কে, রাকিব আহমেদ, ফারহান হোসেন চৌধুরী আরিয়ান, শুভ সাহা ও অমিত সাহা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সবশেষ কমিটি ২০২১ সালের জুনে বিলুপ্ত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকে ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি ছিলো না।