প্রায় তিন মাস ধরে কারাগারে তিনি।
Published : 16 Aug 2022, 10:37 PM
নরসিংদী রেলস্টেশনে এক তরুণীর পোশাক নিয়ে আপত্তি তুলে হেনস্তা করার ঘটনায় গ্রেপ্তারকৃত মার্জিয়া আক্তার ওরফে শিলা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম জানান, বিচরপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ মঙ্গলবার তাকে ছয় মাসের জামিন দেয়।
আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম।
গত ১৮ মে নরসিংদী রেলস্টেশনে এক তরুণীর পোশাক নিয়ে আপত্তি তুলে হেনস্তা করা হয়।
তরুণীর পরনে ছিল জিনসের প্যান্ট ও টপস। তার সঙ্গে ছিলেন দুই তরুণ। তরুণীর পোশাক নিয়ে আপত্তি তোলেন এক নারী। পরে আরও কয়েকজন ওই নারীর সঙ্গে যোগ দেয়। তরুণীর ওপর হামলার চেষ্টা হয়। তরুণী দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন। স্টেশন মাস্টারের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ালে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী মামলা করেন। নারী ও শিশুনির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন তিনি।
পরে ৬০ বছর বয়সী মার্জিয়াকে আটক করেন র্যাব সদস্যরা। সেই থেকে তিনি কারাবন্দি।
আরও