বিএসটিআইয়ের সনদ ছাড়া ইট তৈরির দায়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
Published : 14 Feb 2024, 10:01 PM
বরিশালের মুলাদী উপজেলার এক ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি সাত দিনের মধ্যে কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিএসটিআইয়ের বরিশাল বিভাগীয় অফিসের উদ্যোগে চালানো এ অভিযান পরিচালনা করেন মুলাদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান।
বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. ইয়াছির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার তেরচর এলাকায় মেসার্স সূচি ব্রিকসে অভিযান চালানো হয়।
এ সময় বিএসটিআইয়ের সনদ না নিয়ে ইট তৈরি করার দায়ে ভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সেইসঙ্গে আবাসিক এলাকায় কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে ভাটাটি বন্ধের জন্য নির্বাহী হাকিম সাত দিন সময় দিয়েছেন বলে জানান তিনি।