হরতাল-অবরোধ কে মানে, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

“নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দেশে সময়মতো নির্বাচন হবে।”

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 03:54 PM
Updated : 9 Nov 2023, 03:54 PM

বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধের তীব্র সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খার কামাল।

তিনি বলেছেন, “হরতাল-অবরোধ এখন কে মানে। হরতাল ডাকার তোমার যেমন রাইট আছে, একজন পথচারীরও হরতাল না মেনে চলার রাইট আছে।

মন্ত্রী আরও বলেন, “আমরা জনগণের ভরসায়, জনগণকে সঙ্গে নিয়ে চলি। বিএনপি সবসময় সন্ত্রাস করে চলতে চায়। তাই মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কোনো বিদেশির ভরসায় আওয়ামী লীগ চলে না। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দেশে সময়মতো নির্বাচন হবে।”

বৃহস্পতিবার বিকালে কানাইখালাই এলাকায় নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

এর আগে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও মুজিব কর্নার এবং শহরের হরিশপুর এলাকায় নাটোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তিনি বলেন, “দক্ষিণ-পশ্চিম এশিয়াতে আমরাই প্রথম ই-পাসপোর্ট চালু করেছি। এরই মধ্যে এক কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট প্রদান করা হয়েছে।”

৪ কোটি ১ লাখ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জমির ওপর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়টি তৈরি করা হয়েছে।