মামলা করে সৌরভকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় র্যাব।
Published : 14 Oct 2023, 04:12 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি দেশীয় বন্দুকসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকাল ১১টার দিকে র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান এ তথ্য জানান।
গ্রেপ্তার জাহিদ হাসান সৌরভ (১৯) ওই উপজেলার একলাসপুর ইউনিয়নের বাসিন্দা।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল বলেন, খবর পেয়ে শুক্রবার রাতে চৌমুহনী পৌরসভার হাজীপুরে অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুকসহ সৌরভকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, “এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামা, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তিনি।”
সৌরভের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।