ক্যাম্পে ‘আরসা-আরএসও’ সংঘর্ষে ২ রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ

গুরুতর অবস্থায় দুই শিশুকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2023, 10:51 AM
Updated : 22 Feb 2023, 10:51 AM

কক্সবাজারের উখিয়া উপজেলার শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় দুই রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের এ-৫৮ ব্লকে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান।

গুলিবিদ্ধরা হল- বালুখালী ৮-ডব্লিউ নম্বর আশ্রয় শিবিরের এ-৫৮ ব্লকের বাসিন্দা ওবাইদুল হকের মেয়ে উম্মে হাফসা (১১) এবং একই ব্লকের আব্দুল খালেকের ছেলে আবুল ফয়েজ (৮)।

আহত অবস্থায় প্রথমে তাদেরকে বালুখালী ৮-ডব্লিউ ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।

ক্যাম্পের বাসিন্দাদের বরাতে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এবং আরাকান রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

“উভয় পক্ষের মধ্যে গোলাগুলির খবর পেয়ে এপিবিএন ও উখিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।“ 

ওসি আরও বলেন, “বর্তমানে আশ্রয় শিবিরের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”