ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার দিনই হৃদয়কে হত্যা করা হয়েছে। তারপর গুমের জন্য লাশ ও মোটরসাইকেল খালে লুকিয়ে রাখা হয়।
Published : 28 Jul 2023, 07:56 PM
নিখোঁজের ১৭ দিন পর পটুয়াখালীতে একটি খালের কচুরীপানার মধ্যে লুকিয়ে রাখা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাহেদ আহমেদ চৌধুরী।
নিহত ২৮ বছরের হৃদয় কবিরাজ ওই এলাকার হরেন্দ্র কবিরাজের ছেলে। ১১ জুলাই হৃদয় বাসায় ফিরে না আসায় ১৩ জুলাই বাউফল থানায় সাধারণ ডায়েরি করেছিলেন তার বাবা।
সহকারী পুলিশ সুপার সাহেদ জানান, এর পর থেকেই পুলিশ নিবিড় তদন্ত শুরু করে গত ২৬ জুলাই রাতে ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য মো. জাফর খানকে (২৫) আটক করে।
জাফর একই এলাকার হাসেম খানের ছেলে।
পরে জাফরের স্বীকারোক্তি ও দেখানো মতে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া প্রায় দেড় কিলোমিটার দূরে খালের মধ্যে থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ কর্মকর্তা সাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধারনা করা হচ্ছে ১১ জুলাই নিখোঁজ হওয়ার পরই হৃদয়কে হত্যা করা হয়েছে। তারপর লাশ গুমের জন্য লাশ ও মোটরসাইকেল খালের মধ্যে লুকিয়ে রাখা হয়।
এ জন্য তার লাশ প্রায় গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে প্রাথমিক অবস্থায় পাওয়া তথ্যে প্রেম সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এর পিছনে আরও কোনো বিষয় আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার জানান, জাফরের দেওয়া তথ্য মতে ঘটনার সময় তার সহযোগী একই এলাকার মো. দেলোয়ার মৃধার ছেলে মো. কাউসারকে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দাসপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।