স্কুলে আসা-যাওয়ার পথে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতেন চা-দোকানি।
Published : 04 Mar 2023, 03:27 PM
ফেনীর সোনাগাজী উপজেলায় ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের মামলায় চা-দোকানি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ২৩ বছর বয়সী মো. সুমনকে গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি মো. খালেদ হোসেন দাইয়ান জানিয়েছেন।
মামলার বরাতে পুলিশ জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন চা-দোকানি সুমন। পরে ওই কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। এ নিয়ে দুই পরিবারের উপস্থিতিতে সালিসও হয়।
এর মধ্যে সুমন কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ২৬ ফেব্রুয়ারি রাতে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
কিশোরীর বাবা বলেন, “পুরো ঘটনাটি জানার পর স্থানীয় মাতব্বর ও ছেলের পরিবারকে জানাই। তারা বিষয়টি সমাধান করার কথা বলে কালক্ষেপণ করতে থাকেন।”
পাঁচ দিনেও কোনো সুরাহা না পাওয়ায় শুক্রবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আইয়ুব খান জানান, শনিবার সকালে ফেনী সদর হাসপাতালে ধর্ষণের শিকার ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
পরে ২২ ধরায় জবানবন্দি রেকর্ডের জন্য তাকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয় বলে জানান আইয়ুব খান।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা।