“মাথায় আঘাত পাওয়ার কারণে নুরুল্লাহর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
Published : 26 Dec 2024, 06:48 PM
মাদারীপুরে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষের পর মাথায় আঘাত পেয়ে এক মাদ্রসার শিক্ষকের প্রাণ গেছে।
বৃহস্পতিবার বেলা ১টার দিকে সদর উপজেলার নতুন বাসস্টান্ডের পাশে ৯ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি মো. আব্দুল্লাহ মামুন জানান।
নিহত বরিশালের নুরুল্লাহ সরদার আগৈলঝাড়া উপজেলার বাগদা ইউনিয়নের চাত্রীশিরা এলাকায় মাওলানা আনোয়ার সরদারের ছেলে।
তিনি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার তারতীলুল কুরআন হিফজ মাদ্রসার শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “মাদ্রাসার ক্লাস শেষে মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার কালিরবাজার এলাকার ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন নুরুল্লাহ। পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় গুরুতর আঘাত পান এ মাদ্রাসা শিক্ষক।
“পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল্লাহকে মৃত ঘোষণা করেন।”
মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল না উল্লেখ করে ওসি বলেন, “মাথায় আঘাত পাওয়ার কারণে নুরুল্লাহর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
নিহতের পরিবারকে খবর পাঠানো হয়েছে; তারা এলে লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।