বালুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি।
Published : 28 Jan 2024, 05:29 PM
খাগড়াছড়ি সদর উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রলীগ নেতার প্রাণ গেছে।
রোববার দুপুরে উপজেলা সদরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি তানভীর হাসান জানান।
নিহত নুরুল কাদের চৌধুরী উপজেলা সদরের আফসার চৌধুরীর ছেলে এবং সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
ওসি বলেন, “বাসা থেকে বেরিয়ে মোটরসাইকেল করে খাগড়াছড়ি বাজারে যাচ্ছিলেন কাদের। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি।
“প্রথমে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে বিকেল ৫টার দিকে কাদেরের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।