যশোরে শিশু ধর্ষণ ও হত্যার দায়ে প্রতিবেশীর মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 01:09 PM
Updated : 5 March 2023, 01:09 PM

যশোরে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণের পরে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

রোববার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক গোলাম কবীর আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সেতারা খাতুন। 

দণ্ডপ্রাপ্ত নাজমুল বান্দা আলী বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাঠি গ্রামের শের আলীর ছেলে। 

মৃত্যুদণ্ডের পাশাপাশি নাজমুলকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। 

মামলার বরাতে পিপি সেতারা খাতুন বলেন, একই গ্রামের বাসিন্দা ওই শিশুর বাবার সঙ্গে প্রতিবেশী নাজমুল বান্দা আলীদের পারিবারিক বিরোধ ছিল। 

“২০২১ সালের ২০ নভেম্বর সকালে ছয় বছর বয়সী মেয়েটি খেলতে খেলতে নাজমুলদের বাড়ির উঠানে গেলে তাকে চড় মারে নাজমুল। এতে শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে ঘরের ভেতর নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে সে।” 

পিপি আরও জানান, মরদেহ গুমের উদ্দেশ্যে শিশুটিকে বস্তায় ভরে খাটের পাশে রাখেন নাজমুল। পরে বাড়ির পাশে পুকুরের ধারে মরদেহ পুঁতে রাখতে গর্ত খোঁড়েন। 

“এদিকে, শিশুটিকে না পেয়ে স্বজনরা তাকে খুঁজতে থাকেন। নাজমুলও তাদের সঙ্গে যোগ দেন। এমনকি বাড়ির পাশের পুকুরে সে জালও টানেন।” 

পিপি বলেন, স্থানীয়রা পুকুরের ধারে গর্ত খোঁড়ার কারণ জানতে চাইলে নাজমুল বলেন, আলু লাগানোর জন্য গর্ত করেছেন। সন্দেহ হলে তারা নাজমুলের ঘর দেখতে চান; কিন্তু নাজমুল তাদের ঘরে ঢুকতে বাধা দেন। 

“এক পর্যায়ে লোকজন তার ঘরে ঢুকলে নাজমুল পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে বস্তায় ভরা শিশুটির মরদেহ পাওয়া যায়। শিশুটির গোপনাঙ্গ রক্তাক্ত ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।” 

পরে শিশুটির বাবা বাঘারপাড়া থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মকবুল হোসেন ২০২২ সালের ১৭ মে নাজমুলকে আসামি করে আদালতে অভিযোপত্র দাখিল করেন বলে জানান আইনজীবী সেতারা খাতুন। 

তিনি আরও জানান, সাক্ষ্যগ্রহণ শেষে নাজমুলকে মৃত্যুদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করে আদালত। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।