রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর এ ফলাফল ঘোষণা করেন।
Published : 07 Jan 2024, 10:14 PM
জয়পুরহাটের দুই আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।
রোববার দিনভর ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি সালেহীন তানভীর বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, জয়পুরহাট-১ আসনে (সদর-পাঁচবিবি) জয় পেয়েছেন নৌকার সামছুল আলম দুদু। তিনি পেয়েছেন ৯৬ হাজার ১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র আব্দুল আজিজ মোল্লা পেয়েছেন ৪৭ হাজার ৭৭৬ ভোট।
এ ছাড়া জয়পুরহাট-২ আসনে (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) জয় পেয়েছেন নৌকার আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ১২৮ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র গোলাম মাহফুজ চৌধুরী অবসর পেয়েছেন ৩২ হাজার ৫৪১ ভোট।