Published : 08 Jul 2024, 09:26 PM
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই শ্রমিকের মধ্যে মারামারির সময় পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার জাফলংয়ের নয়াবস্তি গ্রাম সংলগ্ন ডাউকি নদীতে এ ঘটনা ঘটে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত আব্দুর নূর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের করিম মিয়ার ছেলে।
এ ঘটনায় আটক উপজেলার মধ্য বাউরভাগ হাওর গ্রামের রুস্তুম খার ছেলে হোসেন মিয়াকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, “নদীর পাড়ে নৌকার নোঙর ফেলা নিয়ে দুইজনের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে আব্দুর নূর নৌকায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে পানিতে পড়ে যান।
“প্রায় ৪০ মিনিট পর তাকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন সাংবাদিকদের জানিয়েছেন, ডাউকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় লাইনের টাকা নেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
যদিও এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম বলেছেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।”