ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে, বলেন ওসি।
Published : 11 Mar 2025, 01:27 AM
পাবনার সাঁথিয়ায় স্থানীয় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের হামলায় উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চক পাটা উত্তরপাড়ায় আমিরুল ইসলাম মাস্টার নামের ওই ব্যক্তির খুন হওয়ার তথ্য দেয় পুলিশ।
নিহত আমিরুল সাঁথিয়া উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিলেন।
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ঘুরে এসে ওসি সাইদুর রহমান বলেন, ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ সদস্যরা বলেন, ক্ষেতুপাড়া এলাকার খালেক, ইমু ও মিঠুর সঙ্গে নিহতের আগে থেকে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে রাত সাড়ে ৮টার দিকে আমিরুলের ভাই আশরাফকে ধরে মারধর করেন ওই তিন ব্যক্তি ও তাদের লোকজন। এ খবর শুনে আমিরুল সেখানে গেলে ওই ব্যক্তিরা তাকেও সিএনজি অটোরিকশায় করে তুলে নিয়ে যায়। পরে কিছু দূরে আমিরুলকে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যান।
এসময় স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় আমিরুলকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত আনা হয়েছে বলে জানান।
এ বিষয়ে খালেক, ইমু ও মিঠুর বক্তব্য জানা যায়নি।