ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন; নগরীজুড়ে বিরাজ করছে ভোটের আমেজ।
Published : 11 Jun 2023, 08:42 PM
ভোটের আগের দিন বিশেষ এক দৃশ্যের সাক্ষী হলেন বরিশাল নগরবাসী।
রোববার নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করল বিজিবি, মহানগর পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন, কোস্ট গার্ড ও র্যাবের গাড়িবহর।
প্রায় ৫০টি গাড়ির বহরের এই যাত্রার নাম দেওয়া হয়েছে ‘ডমিনেশন পেট্রোল’। যার নেতৃত্ব দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, “ভোটারদের আশ্বস্ত করতেই বিশেষ এই পেট্রোল পরিচালনা করা হয়েছে। যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিতের বার্তা।”
এরই মধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নগরীজুড়ে বিরাজ করছে ভোটের আমেজ।
রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, রয়েছে শান্তিপূর্ণ পরিস্থিতি।
পুলিশ কমিশনার জানান, বেলা আড়াইটার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম থেকে পেট্রোলিং শুরু হয়। বাহিনীগুলোর গাড়ি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
তিনি সাংবাদিকদের বলেন, “আমি বারবার বলেছি, আমরা শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে চাই। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি।
“ভোটারদের কারো মনে যেন ভীতি তৈরি না হয়। তাদের বোঝাতে চাই যে, আমরা সব বাহিনী এখানে রয়েছি। তাই সবাইকে নিয়ে পেট্রোলিং করেছি।”
এমন মহড়া দেখে ভোটাররা ভয় পেয়ে যাবেন কি-না সে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ভোটারদের ভয় দূর করতে চাই। তাদের জানাতে চাই যে, তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা সব বাহিনী পাশে রয়েছি।”
আউটার স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ পেট্রোলিং নগরীর আমতলা মোড় হয়ে কাশিপুর সুরভী পেট্রোল পাম্প থেকে ঘুরে বিএম কলেজ সড়কে যায়। সেখান থেকে সদর রোড হয়ে আবারও স্টেডিয়ামে ফিরে যায় বলে জানিয়েছেন উপ-কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত।