“অভিযানের সময় ইট ভাটার চিমনি, চুল্লি নষ্টসহ পানি ছিটিয়ে ব্যবহারের অনুপযোগী করা হয়।”
Published : 05 Mar 2025, 07:29 PM
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অভিযান চালিয়ে দুই ইট ভাটাকে সাড়ে চার লাশ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চর আলগী ও চররমিজ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয় বলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মজিবুর রহমান জানান।
সহকারী কমিশনার মজিবুর বলেন, “লাইসেন্সবিহীন চর আলগী ইউনিয়নের মেসার্স পান্না ব্রিকসের মালিক মালিক মোহাম্মদ আলীকে দুই লাখ টাকা এবং চর রমিজ ইউনিয়নের মেসার্স ফোর স্টার ব্রিকসের মালিক আবু তাহেরকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, “অভিযানের সময় ইট ভাটার চিমনি, চুল্লি নষ্টসহ পানি ছিটিয়ে ব্যবহারের অনুপযোগী করা হয়।”
মজিবুর বলেন, “অবৈধ ইটভাটার বিরুদ্ধে এটি আমাদের নিয়মিত অভিযান। ইটভাটাগুলোর লাইসেন্স ছিল না। এতে আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। ভাটা বন্ধ রাখবে বলে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।”