আখাউড়ার জাজিরা খালের ওপর একটি বেইলি সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
Published : 21 Aug 2024, 02:40 PM
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ইমিগ্রেশন ভবনে হাঁটুপানি জমায় যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে।
এছাড়া বন্দরের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
মঙ্গলবার মধ্যরাত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার সকাল থেকেই আখাউড়া স্থলবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়।
মাহমুদুল হাসান জানান, আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনেও পানি প্রবেশ করেছে। এর ফলে যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পানির তোড়ে স্থলবন্দর সড়কের পাশে আমদানি-রপ্তানিকারকদের বেশ কয়েকটি অফিসও তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, সকালে বন্দরে কয়েকটি মাছের পিকআপ ভ্যান এসেছে। তবে জলাবদ্ধতার কারণে বড় ট্রাকগুলো আসতে পারেনি। এর ফলে রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।
এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন জানান, আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার জাজিরা খালের ওপর একটি বেইলি সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।