তদন্ত কমিটি বলছে, “আসলে মেয়েদের খেলাধুলা বন্ধ করা কারও উদ্দেশ্য নয়; যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত।”
Published : 02 Feb 2025, 12:57 AM
জয়পুরহাটে আক্কেলপুর উপজেলায় নারী ফুটবল খেলা বন্ধ করতে স্থানীয় এক বিদ্যালয় মাঠে দেওয়া টিনের বেড়া ভাঙচুরের ঘটনায় ক্ষমা চেয়েছেন আলেমরা।
এ ঘটনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনিবার দিনভর তদন্ত দলের প্রধান উপসচিব দেবি চন্দের নেতৃত্বে তিন সদস্যের কমিটি তদন্ত শেষে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় ব্যক্তি, ধর্মীয় ও ক্রীড়া ব্যক্তিত্ব ও সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন।
দেবি চন্দ বলেন, ২৮ জানুয়ারি তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে নারী ফুটবল খেলা বন্ধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংবাদ মাধ্যমে পাওয়া খবরের পরিপ্রেক্ষিতে গঠন করা তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শনসহ সর্বস্তরের মানুষের সঙ্গে কথা বলেছে।
“আসলে মেয়েদের খেলাধুলা বন্ধ করা কারও উদ্দেশ্য নয়; যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। ঘটনা জন্য সংশ্লিষ্টরা দুঃখ প্রকাশ করছেন।”
এ ঘটনার জন্য এলাকাবাসীর পক্ষে তিলকপুর পুরাতন বাজার জামে মসজিদের খতিব আবদুস সামাদ এবং বাচ্চা হাজি মাদ্রাসার পরিচালক আবু বক্কর সিদ্দিক দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম এবং আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন।
কবে খেলা শুরু হবে জানতে চাইলে আয়োজক কমিটির পক্ষে স্থানীয় টি-স্টার ক্লাবের সভাপতি ও আক্কেলপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান ইমন সাংবাদিকদের বলেন, স্থানীয়দের সহযোগিতা ও প্রশাসনের অনুমোদন সাপেক্ষে ফুটবল খেলা শুরু করা সম্ভব হবে।