“গ্যারেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে মুজিবুরকে হত্যা করে।”
Published : 17 Mar 2025, 09:11 AM
কক্সবাজার এক ইজিবাইক চালককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের পাহাড়তলীর হালিমাপাড়া এলাকায় রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৩৭ বছর বয়সী মুজিবুর রহমান একই এলাকার আবদুর জলিলের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটকের কথা জানিয়েছেন ওসি। তবে তার নাম-পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।
নিহত মুজিবুরের ভাই তানভীর বলেন, “ইজিবাইক কেনার ঋণের বিষয় নিয়ে মুজিবুরের সঙ্গে পাশের ইসলামপুর এলাকার হোছনের ছেলে মাদকাসক্ত গোলাম মোস্তফার দ্বন্দ্ব হয়। ঋণের টাকা পরিশোধ না করায় মোস্তফার ইজিবাইক রেখে দিয়েছিল আমার ভাই। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সে মুজিবুরকে খুন করেছে।”
হালিমাপাড়া সমাজ কমিটির সভাপতি নুরুল আবছার বলেন, “গোলাম মোস্তফা, আনোয়ার ও তাদের আরেক ভাই শাওন একত্রে গ্যারেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে মুজিবুরকে হত্যা করে।”
এক এলাকাবাসী বলেন, শাওনের নিজস্ব সন্ত্রাসী গ্রুপ রয়েছে। যারা অস্ত্র দেখিয়ে কক্সবাজার শহরে ছিনতাই, মাদক বহন ও বিক্রির কাজ করে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক দেলোয়ার বলেন, “কিছু বুঝে উঠার আগেই তারা মুজিবুরকে মারতে মারতে গ্যারেজ থেকে বের করে ফেলে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে চলে যায়।
“পরে গুরুতর অবস্থায় তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
আরেক প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সেলিম বলছিলেন, “মুজিবরের ওপর হামলাকারীদের হাতে গুলিও দেখেছি।”
ওসি ইলিয়াস খান বলেন, “হত্যাকাণ্ডটি একটি গ্যারেজের ভেতরে হয়েছে। সেখানের একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, মুজিবুর অপর এক চালকের সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ তিন-চার জন যুবক এসে তাকে মারধর করতে থাকে। তাদের হাতে ছুরি জাতীয় কিছু দেখা গেছে।”
তিনি বলেন, “অপরাধীরা চিহ্নিত হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”