ঈদকে সামনে রেখে তিনি টিকেট কালোবাজারি করছিলেন।
Published : 24 Mar 2024, 05:01 PM
জামালপুরের মেলান্দহ স্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশের গোয়েন্দা শাখা।
রোববার ২২ বছর বয়সী আরিফকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ওই তরুণের কাছে বিভিন্ন গন্তব্যের ৮১টি আসনের ৩৭টি টিকেট উদ্ধার করা হয়।
ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ঈদকে সামনে রেখে ওই তরুণ টিকেট কালোবাজারি করছিলেন। এর আগেও তার বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগে একটি মামলা হয়েছিল।