বরিশাল নগরীর কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে ক্যামেরা স্থাপন করা হবে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 03:05 PM
Updated : 8 June 2023, 03:05 PM

সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ।

বুধবার থেকে সব ভোটকেন্দ্র ও কক্ষে ক্যামেরা বসানোর কাজ শুরু হয় বলে জানিয়েছেন ক্যামেরা স্থাপন কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ।

তিনি বলেন, “বরিশাল সিটি নির্বাচনের মোট ১২৬টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। আগামী শনিবারের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। রোববার ট্রায়াল দিয়ে দেখা হবে।”

এবারের নির্বাচনে মোট ৮৯৪টি কক্ষে ভোট গ্রহণ করা হবে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “প্রতিটি ভোটকক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুইটি করে ক্যামেরা স্থাপন করা হবে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা প্রয়োজন হবে। সে অনুযায়ীই কাজ চলছে।”

এসব ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোট পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন।

প্রথমবারের মতো বরিশাল সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে। গত ২৯ মে দেড় হাজার ইভিএম নগরীতে এসে পৌঁছেছে।

আগামী ১২ এ সিটির ভোটগ্রহণ। নির্বাচনে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। সিটি করপোরেশনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

আরো পড়ুন:

Also Read: বরিশাল সিটি ভোট: ৩০ নির্বাহী, ১০ জন বিচারিক হাকিম নিয়োগ

Also Read: বরিশালে লোডশেডিং নেই বললেই চলে

Also Read: বরিশালে পৌঁছেছে ইভিএম, সিসি ক্যামেরার অপেক্ষা

Also Read: নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই: বরিশালে সিইসি