বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ অগাস্ট হৃদয় কারাগার থেকে পালিয়ে যান বলে জানায় র্যাব।
Published : 04 Sep 2024, 09:06 PM
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার ভোরে উপজেলার দুর্গম কাশিদারামপুর চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান।
গ্রেপ্তার হৃদয় ওরফে মানিক উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি।
দুপুরে সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৬ অগাস্ট হৃদয় জেল থেকে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। দুই দিন আগে তিনি কাশিদারামপুর চরে বোনের বাড়িতে অবস্থান করছিলেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ অগাস্ট কারাগার থেকে পালিয়ে যান।
কোম্পানি কমান্ডার আরিফ বলেন, ২০২০ সালে কক্সবাজার ভ্রমণে গিয়ে একটি শ্বেতপাথর কুড়িয়ে পায় হৃদয়। পরে এলাকায় গিয়ে তার দুঃসম্পর্কের মামাতো ভাই আরিফকে বিষয়টি জানান।
“পরে হৃদয়রের কাছ থেকে শ্বেতপাথরটি নেওয়ার পরিকল্পনা করেন আরিফ। এক পর্যায়ে ১৭ মে ধান কাটার কথা বলে হৃদয়কে সাটুরিয়ার দিমুখা গ্রামের একটি ধান খেতে নিয়ে যান আরিফ।
“সেখানে ধান কাটার একপর্যায়ে আরিফ কাঁচি দিয়ে হৃদয়কে আঘাত করার চেষ্টা করেন। তবে হৃদয় পাল্টা আঘাত করে তার হাতে থাকা কাঁচি দিয়ে আরিফকে হত্যা করে পালিয়ে যান।”
এ ঘটনায় হওয়া হত্যা মামলায় ২০২২ সালের ৮ অগাস্ট আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড দেয় বলে জানান কোম্পানি কমান্ডার আরিফ। রায় ঘোষণার পর থেকে হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।
আইনি প্রক্রিয়ায় হৃদয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।