“ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের দিকে যাচ্ছিল।”
Published : 29 Dec 2024, 04:20 PM
ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে।
রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে বলে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির এএসআই আরিজ শিকদার জানান।
আরিজ বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের দিকে যাচ্ছিল। ধলা রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীনা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে ধলা স্টেশনে নিয়ে লাইন ক্লিয়ার করা হবে। পরে রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যাবে।”