ওই বুথটি নারী ভোটারদের জানিয়ে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, “নারী ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসছেন।”
Published : 21 May 2024, 09:51 AM
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ভোটগ্রহণ চলছে।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে উপজেলার মুরাদ কালিকাপুর আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের একটি বুথে এক ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত একটি ভোট পড়েছে।
ওই কেন্দ্রের ৫ নম্বর বুথ সরেজমিনে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।
সকাল ৯টা ১০ মিনিটে কথা হয় ওই বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হুদার সঙ্গে।
তিনি বলছিলেন, “সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ৯টা ১০ মিনিট পর্যন্ত মাত্র একটি ভোট পড়েছে ।
“এই বুথে মোট ৩০০ ভোটার রয়েছে। ৫ নম্বর বুথে বিভিন্ন প্রার্থীদের এজেন্ট রয়েছে ছয়জন।”
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, মুরাদ কালিকাপুর আদর্শ ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৭০ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ২০২ এবং পুরুষ ভোটার ১ হাজার ২৬৮ জন।
“এখানে মোট ৭টি বুথে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৫ নম্বর বুথে প্রথম এক ঘণ্টায় একটি ভোট পড়েছে।”
ওই বুথটি নারী ভোটারদের জানিয়ে তিনি বলেন, “নারী ভোটাররা ধীরে ধীরে কেন্দ্রে আসছেন। তবে ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে।”