“ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার এক পর্যায়ে জানতে পারি, তজিম বিলের পানিতে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে।”
Published : 15 Jul 2024, 02:25 PM
ঢাকার সভারের আশুলিয়ায় একদিন আগে বিলে গোসল করতে নেমে নিখোঁজ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার হয়েছে।
সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মাইঠারটেক বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সাভার ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান।
মৃত ১৩ বছর বয়সী তজিম উদ্দিন আশুলিয়ার কোনাপাড়া রুপনগর (কুষ্টিয়া টেক) এলাকার মনির হোসেনের ছেলে এবং একই এলাকার আয়েশা প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
সে বাবা-মায়ের সঙ্গে কোনাপাড়া রুপনগর এলাকায় নানা জালাল উদ্দিনের বাড়িতে থাকতো।
জালাল উদ্দিন বলেন, “রোববার বিকালে মাইঠারটেক এলাকার বিলে অনেকের সঙ্গে গোসল করতে নামে তজিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।
“রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার এক পর্যায়ে জানতে পারি, তজিম বিলের পানিতে গোসল করতে গিয়ে তলিয়ে গেছে।”
তিনি বলেন, পরে সেখানে খোঁজাখোঁজি করেও তজিমকে না পেয়ে পেয়ে সকালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।”
“খবর পেয়ে টংগী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিল থেকে তার লাশ উদ্ধার করে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রণব বলেন, “আমাদের এখানে ডুবুরি দল না থাকায় টংগী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।"