সরকারি কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন মালিক সমিতির নেতাদের ফলপ্রসূ বৈঠকের পর বাস চালুর ঘোষণা আসে।
Published : 28 Nov 2024, 09:18 PM
টানা এক সপ্তাহ বন্ধ থাকার পর বেনাপোল থেকে দূরপাল্লার সব বাস ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।
পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের দাবি মেনে নেওয়ায় বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
মিজান বলেন, বৃহস্পতিবার বিকালে নৌ পরিবহন মন্ত্রণালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টা ও বন্দর চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়।
“বৈঠকে ১৫ জন পরিবহন মালিক, বেনাপোলের চারজন পরিবহন স্টাফ এবং নৌ উপদেষ্টা ও বন্দরের চেয়ারম্যান ছিলেন।”
যানজট নিরসনের লক্ষে সম্প্রতি যশোরের ডিসির সঙ্গে স্থানীয় নাগরিক ও পরিবহন কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে চেকপোস্ট এবং বাজার থেকে দূরপাল্লার ও লোকাল যেসব বাস বেনাপোল-যশোর-ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ছেড়ে যায় সেসব বাস এখন থেকে বেনাপোল বাজার থেকে দুই কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল থেকে ছাড়ার সিদ্ধান্ত হয়।
আর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে রাতে আসা দূরপাল্লার বাসগুলোর যাত্রী বেনাপোল চেকপোস্টে নামিয়ে দিয়ে পরে টার্মিনালে ফিরে যাবে।
কিন্তু গত শুক্রবার রাত ৩টার দিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পরিবহনগুলোর যাত্রীদের টার্মিনালে জোর করে নামিয়ে দিতে বাধ্য করার অভিযোগ ওঠে দায়িত্বে থাকা পৌরসভার লোকজনের বিরুদ্ধে।
এতে যাত্রী হয়রানির প্রতিবাদে মালিক সমিতি সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়।
গত সাতদিন ধরে বেনাপোলে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকার ফলে ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। পাশাপাশি ওইসব পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরাও অর্থকষ্টের মধ্যে পড়ে যান।
এ অবস্থায় বৃহস্পতিবার বিকালে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে পরিবহন মালিক সমিতির নেতাদের ফলপ্রসূ বৈঠকের পর বেনাপোলে দূরপাল্লার বাস চালুর ঘোষণা আসে।
বৈঠকের বরাত দিয়ে বেনাপোল পরিবহন ম্যানেজার সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “সিদ্ধান্ত হয়, এখন থেকে দূরপাল্লার সব বাস সীমান্তে যাত্রী নামিয়ে বেনাপোল পৌর টার্মিনালে চলে আসবে।
“শুধু এসি বাস এবং ঢাকার কিছু পরিবহন চেকপোস্টের বন্দর বাস টার্মিনালে অবস্থান করতে পারবে। বেনাপোল পৌর টার্মিনালে থাকা বাসগুলোও চেকপোস্ট টার্মিনাল থেকে যাত্রী তুলে আনতে পারবে।”
এদিকে, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক মামুন কবির তরফদার বলেন, “স্থলবন্দরের চেয়ারম্যান মানযারুল মান্নান স্যার আমাকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল খুলে দেওয়ার জন্য জানিয়েছেন। স্যারের নির্দেশ মোতাবেক টার্মিনালের গেইট খুলে দেওয়া হয়েছে। এখান থেকে নিয়মিতভাবে এসি বাস চলাচল করবে।”
আরও পড়ুন:
সুরাহা না হওয়ায় পঞ্চম দিনেও বেনাপোল থেকে বাস চলাচল বন্ধ
'যাত্রী হয়রানি', বেনাপোল থেকে দূরপাল্লার বাস বন্ধ, ভোগান্তি