লালপুর উপজেলার জামতলা তিনখুঁটি এলাকায় অটোরিকশা, ভ্যান ও মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
Published : 04 Jul 2024, 06:30 PM
নাটোরের লালপুর উপজেলায় অটোরিকশা, ভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক সড়কে উপজেলার জামতলার তিনখুঁটি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ।
নিহতরা হলেন- উপজেলার উধনপাড়া এলাকার মাহাবুব আলমের ছেলে মোছা. রুবিনা খাতুন (৩৫) এবং তাদের তিন বছরের মেয়ে রোকেয়া সুলতানা।
পরিবারের বরাতে পুলিশ জানায়, রাজশাহীর বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুর আলম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। জামতলা তিনখুঁটি এলাকায় কুষ্টিয়া থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাস প্রথমে সামনে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়; পরে আবার ভ্যানকেও ধাক্কা দেয়।
এ সময় রুবিনা এবং বাবার কোলে থাকা রোকেয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি নাছিম।