২০০৩ সালে মঠবাড়িয়ায় দ্বিতীয় স্ত্রী ও নিজের কন্যাকে হত্যা করে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে চলে যান আব্দুল হক।
Published : 15 Nov 2024, 11:25 PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী-সন্তানকে হত্যার ২১ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
গ্রেপ্তার মিরাজুল হক ওরফে আব্দুল হক (৬৫) মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী এলাকার প্রয়াত জাবেদ আলীর ছেলে।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০০৩ সালে মঠবাড়িয়ায় দ্বিতীয় স্ত্রী ও নিজের কন্যাকে হত্যা করে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে চলে যান আব্দুল হক।
স্ত্রী ও কন্যা হত্যার মামলায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশসহ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান বলেন, “আব্দুল হক তার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে খাগড়াছড়ি থেকে নিয়ে আসার কাজ চলছে।”