পুলিশ বলছে, গাজীপুরের শ্রীপুর পৌর শহরের গরুর হাট সংলগ্ন আবর্জনার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
Published : 03 Jan 2023, 10:12 PM
গাজীপুরের শ্রীপুরে ময়লার স্তুপ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পৌর শহরের গরুর হাট সংলগ্ন আবর্জনার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।
ছেলেশিশুটির বয়স একদিন হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় সবজি ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, সকালে আবর্জনার স্তুপ ঘিরে একদল কুকুর ক্রমাগত ঘেউ ঘেউ করছিল। কুকুরের এমন চিৎকার শুনে তিনি ও আরও কয়েকজন সেখানে যান। গিয়ে দেখতে পান একটি নবজাতকের মরদেহ পড়ে আছে।
পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বলে জানান রফিকুল।