২০২১ সালের ২০ নভেম্বর খুন হন রূপগঞ্জ উপজেলার বাসিন্দা সাব্বির রহমান।
Published : 16 Mar 2025, 07:41 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজমিস্ত্রিকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার রসুলপুর এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে মো. আশরাফুল ইসলাম, একই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে আনিসুর রহমান এবং ইব্রাহীম আলীর ছেলে মিজানুর রহমান।
মামলার বরাতে জানা যায়, ২০২১ সালের ২০ নভেম্বর খুন হন রূপগঞ্জ উপজেলার বাসিন্দা সাব্বির রহমান। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে তার সহকর্মী আশরাফুল, আনিসুর ও মিজানুর গলায় তার পেঁচিয়ে সাব্বিরকে হত্যা করে।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
একই মামলার অপর এক ধারায় প্রত্যেককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।