কক্সবাজারে আটক আমজাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিজিবি।
Published : 18 Aug 2024, 08:07 PM
কক্সবাজারের রামুতে ৭০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ ছাড়া তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৫০ হাজার টাকা।
শনিবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কে মরিচ্যা বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয় বলে জানান রামু-৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান।
আটক মো. আমজাদ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের সহকারী উপপরিদর্শক।
লেফটেন্যান্ট কর্নেল ওয়াহিদুজ্জামান জানান, টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে সন্দেহ হয় বিজিবির। পরে তাকে বাস থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কথায় গরমিল পাওয়া গেলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা এবং ৫০ হাজার টাকা পাওয়া যায় বলে জানান তিনি।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, রোববার সকালে ইয়াবাসহ আমজাদকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আমজাদের বিরুদ্ধে মামলা করেছে বিজিবি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, ইয়াবাসহ আমজাদকে আটকের ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।