তিনি জেলা কৃষক লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
Published : 06 Aug 2024, 07:40 PM
চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশনের পাশের রাস্তার এ ঘটনা ঘটে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি সেখ সেকেন্দার আলী।
নিহত গোলাম ফারুক জোয়ার্দ্দার (৫৭) চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়রা জানান, বিকালে গোলাম ফারুক মোমিনপুর রেলওয়ে স্টেশনের পাশের রাস্তা দিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত কয়েক ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
অজ্ঞাত পরিচয় কয়েকজন গোলাম ফারুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বলে জানান ওসি সেখ সেকেন্দার আলী।