কুমিল্লার দুই উপজেলা থেকে চুরি হওয়া অটোরিকশাসহ বিভিন্ন প্রকারের ২৯টি যানবাহন উদ্ধার করেছে র্যাব।
Published : 20 Feb 2023, 09:37 PM
কুমিল্লায় একদল লোককে ধরা পড়েছে যারা যাত্রী সেজে গাড়িতে উঠত এবং সুযোগমতো চালককে জিম্মি করে গাড়ি পালিয়ে যেত বলে র্যাব জানিয়েছে।
কুমিল্লার দুই উপজেলায় অভিযান চালিয়ে এভাবে চুরি হওয়া অটোরিকশাসহ বিভিন্ন প্রকারের ২৯টি যানবাহন উদ্ধার করেছে র্যাব।
সোমবার বিকালে কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ কথা জানান।
এর আগে রোববার রাতে কুমিল্লা আদর্শ সদর ও বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোরাই গাড়িসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয় বলে সাকিব জানান।
উদ্ধার ২৯টি যানবাহনের মধ্যে ২৬টি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি কভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল রয়েছে। এ ছাড়া অটোরিকশার বহু যন্ত্রাংশও উদ্ধার করা হয়।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যাত্রী সেজে গাড়িতে উঠত ওই চক্রের সদস্যরা। সুযোগ পেলে চালককে জিম্মি করে নিয়ে যেত অটোরিকশা। তারপর আরেকটি গ্রুপ সেই গাড়ি নিয়ে যেত কুমিল্লার আরেকটি উপজেলায়। সেখানে থাকা আরেকটি গ্রুপ রঙ বদলে বিক্রি করত এসব গাড়ি।
“এই চক্রের মূল টার্গেট থাকে ব্যাটারিচালিত অটোরিকশা; কারণ এগুলোর কোনো কাগজপত্র লাগে না।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল ও বুড়িচং থানায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সোমবার তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সাকিব জানান।