‘এমপি গ্রুপ’র সঙ্গে সংঘর্ষ, মেয়রসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে মামলা

ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 01:48 PM
Updated : 14 May 2023, 01:48 PM

সিরাজগঞ্জের বেলকুচিতে স্থানীয় এমপির লোকজনের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মেয়রসহ অর্ধশতাধিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার বিকালে একটি প্রতিবাদ সভা আহ্বান করাকে কেন্দ্র করে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোমিন মণ্ডল এবং পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সমর্থকদের সঙ্গে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষে অন্তত ১০ নেতা-কর্মী আহত হন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন স্থানীয় দুই সাংবাদিক। এ ঘটনায় একপক্ষ আরেক পক্ষকে দায়ী করেছে।

বেলকুচি থানার ওসি আসলাম হোসেন জানান, শনিবার রাতেই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিন সরকার বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

মামলায় বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।

ইতোমধ্যে বেলকুচি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য সোহেল রানা নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে মেয়রের সমর্থকদের পক্ষ থেকে থানায় এখনও কোনো লিখিত অভিযোগ করা হয়নি বলে জানায় পুলিশ।

আরও পড়ুন:

Also Read: সিরাজগঞ্জে এমপি ও মেয়র গ্রুপের সংঘর্ষে আহত ১০