আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানান বাদীর আইনজীবী।
Published : 15 Oct 2024, 12:30 AM
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার দুপুরে রেজওয়ান কবির নামে জেলা স্বেচ্ছাসেবক দলের এক কর্মী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মানহানির এ মামলাটির আবেদন করেন বলে বাদীর আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন জানান।
তিনি বলেন, মামলার আবেদনে বলা হয়, “বিভিন্ন সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতীয় বেঈমান বলা ছাড়াও নানা কটুক্তি করেছেন শমী কায়সার। সামাজিক যোগাযোগসহ বিভিন্ন গণমাধ্যমে যার প্রমাণও আছে।
নালিশিতে বলা হয়, জিয়াউর রহমান দেশের একজন সফল ও জনপ্রিয় রাষ্ট্রনায়ক।
এমন এক সম্মানিত ব্যক্তির নামে কটুক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলার আবেদনটি করেছেন রেজওয়ান কবির।
ওই আদালতের বিচারক হুমায়ুন কবির মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিকেশনের ঝিনাইদহ শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও আইনজীবী মিনহাজ উদ্দিন জানান।