মহেশপুর থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকায় যাচ্ছিল।
Published : 09 Jun 2024, 12:00 PM
মাগুরা সদর উপজেলায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুজন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে মাগুরা-যশোর সড়কে উপজেলার মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাগুরা হাইওয়ে পুলিশের এসআই রাজিবুল ইসলাম জানান।
নিহত মিনারা বেগম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা সদরের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত আল আমিন (২৭) ও মিথিলাকে (১৯) মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই রাজিবুল ইসলাম বলেন, মহেশপুর থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকায় যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান।
এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।