Published : 25 Jun 2024, 09:51 PM
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাছের ঘের থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন নিকটবর্তী হরিনগরের সাবেক সাত্তার মোড়লের মাছের ঘেরে লাশটি পাওয়া যায় বলে শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
নিহত অপু মণ্ডল (২৫) খুলনার বটিয়াঘাটা উপজেলার হরিন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তিনি ওই মাছের ঘেরের কর্মচারী ছিলেন।
ওসি আবুল কালাম বলেন, সকালে ওই ঘেরে অন্যান্য কর্মচারীরা অপুর মরদেহ ভাসতে দেখেন।
“তারা খবর দিলে ওই মরদেহ দুপুরে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অপুর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।