Published : 04 May 2025, 01:18 PM
যুক্তরাজ্যজুড়ে অভিযান চালিয়ে ব্রিটেনের কাউন্টার-টেরোরিজম পুলিশ ৭ ইরানিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
রোববার লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এ গ্রেপ্তারের খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদের মধ্যে শনিবার নির্দিষ্ট একটি স্থাপনা লক্ষ্য করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চক্রান্ত করছে সন্দেহে ৪ ইরানিসহ ৫ জনকে সুইনডন, পশ্চিম লন্ডন, স্টকপোর্ট, রচডেইল ও ম্যানচেস্টার থেকে গ্রেপ্তার করা হয়। পঞ্চম ব্যক্তির নাগরিকত্ব সম্বন্ধে কিছু জানা যায়নি।
“তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাদের সম্ভাব্য উদ্দেশ্য এবং এর সঙ্গে জনসাধারণের জন্য অতিরিক্ত কোনো ঝুঁকি আছে কি না, তা যাচাই করতে বিভিন্ন দিক থেকে অনুসন্ধান চালাচ্ছি আমরা,” বলেছেন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের প্রধান কমান্ডার ডমিনিক মারফি।
সন্ত্রাসবাদ সংক্রান্ত পৃথক এক তদন্তের আওতায় শনিবার লন্ডন থেকে আরও তিন ইরানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বলে আলাদা বিবৃতিতে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তার তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তিনটি ঠিকানায় অভিযান চালানো হচ্ছে। যে তদন্তের আওতায় এদের গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে আগের ৪ ইরানিকে গ্রেপ্তারের কোনো যোগসূত্র নেই, জানিয়েছে তারা।
তদন্তের স্বার্থে আর বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি পুলিশ।
এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্স লন্ডনের ইরান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তাদের দিক থেকে সাড়া পায়নি।