Published : 04 May 2025, 01:21 PM
ইসরায়েল সীমান্তের কাছে মিশরের লোহিত সাগর তীরবর্তী শহর তাবায় হোটেল কর্মীদের লাঞ্ছিত করার দায়ে দুই ইসরায়েলি নাগরিককে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত।
মিশরের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার এমনটি জানিয়েছেন।
গত বছরের অগাস্টে তাবার হিলটন হোটেলে আরব ইসরায়েলি পর্যটকের সঙ্গে মিশরীয় হোটেল কর্মীদের এক মারামারির ঘটনায় পাঁচজন আহত হয়েছিলেন। এই পাঁচজনের মধ্যে তিন ইসরায়েলি পর্যটক ও দুই মিশরীয় হোটেল কর্মী ছিলেন।
ওই পর্যটকদের একজন হোটেলের এক কর্মীকে অপমান করার পর দুই পক্ষের মধ্যে মারামারি বেঁধে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছিল, ইসরায়েলি পর্যটকরা অ্যালকোহল ও যে পরিষেবা তারা নিয়েছে সেগুলোর মূল্য পরিশোধ করতে অস্বীকার করেছিল।
এক ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, দুই ইসরায়েলি অনেক পরিমাণ অ্যালকোহলিক পানীয় অর্ডার করেছিল কিন্তু মূল্য পরিশোধ করতে অস্বীকার করে; তারা দাবি করে, সবকিছু মিলিয়ে হওয়া চুক্তির জন্য আগেই অর্থ পরিশোধ করেছে তারা।
ওই সময় সামাজিক মাধ্যমে মারামারির একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। তাতে দেখা যায়, বেশ কিছু লোক এদিক ওদিক দৌড়াদৌড়ি ও চিৎকার করছে চেঁচামেচির মধ্যে ঘোষাঘুষি করছে। পেছন থেকে মাথায় আঘাত লেগে এক ব্যক্তি মাটিতে পড়ে যায় আর অন্যরা তাকে সাহায্য করতে জড়ো হয়। একটু দূরে খালি গায়ে হাফপ্যান্ট পরা উত্তেজিত কিছু লোককে দেখা যায়।
এই ঘটনায় এক হোটেল কর্মী গুরুতর আহত হয়েছিলেন। মারামারির সময় হোটেলটির কাঁচের দরজা ও আসবাবপত্র ভাংচুর করা হয়। ওই গুরুতর আহত হোটেল কর্মীর মাথার খুলি ফেটে গিয়েছিল আর তারপর থেকে তিনি শারীরিকভাবে ৪০ শতাংশ অক্ষম হয়ে যান।
סרטון נוסף מטאבה: קטטה בין צעירים מנצרת לעובדי מלון מצריים מביאה ל-6 פצועים ומעצרים. pic.twitter.com/jaxrDmuArM
— כל החדשות בזמן אמת (@Saher_News_24_7) August 30, 2024